As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5839

হালাল হারাম

প্রকাশকাল: 24 Jan 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন। আমি অনেক দিন আগে ই কমার্স থেকে কিছু ফোন অর্ডার করছিলাম। যেটা বিক্রি করে ভালোই কিছু টাকা লাভ হয়েছিল পরে সেই টাকা বাড়ির কাজের পিছনে খরচ করে ফেলেছি। পরবর্তীতে জানতে পারলাম যে ই কমার্স প্রতিষ্ঠান গুলো মানুষের সাথে প্রতারণা করছে । তারপর তো আর কিছু কিনি নাই। এখন আমার কথা হলো আমি যে ফোন গুলো অর্ডার দিয়েছিলাম সেটা যে বিক্রি করে লাভ হয়েছিল সেটা কি আমার জন্য জায়েজ হবে। যেহেতু আমি পন্য অর্ডার দিয়েছিলাম পণ্য বুঝে পেয়েছিলাম। আমি আগে থেকে জানতাম যা যে তাঁরা এই রকম বাটপারি করছে। আশা করি উত্তর টা দিবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, উক্ত ফোন বিক্রি করা, লাভ করা এগুলো আপনার জন্য জায়েজ। তবে এই সব প্রতারক কোম্পানীগুলোর প্রতারণা থেকে বাঁচার জন্য এদের সাথে কোন লেনদেন করা থেকে বিরত থাকবেন।