আমি একটি কোম্পানিতে চাকরী করি। এজন্য আমাকে প্রতিদিন একটানা ৮ ঘন্টা কাজ করতে হয়। আমি যেখানে কাজ করি সেখানে গরম থাকার কারণে আমার শরীর অতিরিক্ত ঘেমে যায় এবং এর ফলে আমার শরীরের কাপড় পুরোপুরি ভিজে যায়। যদি এ সময় সালাতের সময় হয় তাহলে কি আমি এই অবস্থায় সালাত আদায় করব নাকি করব না ? কারণ আমি যদি এই সময় সালাত আদায় না করি তাহলে সালাতের ওয়াক্ত ছুটে যাবে। উল্লেখ্য যে , আমাকে এই ৮ ঘন্টা সময়ের মধ্যে প্রতিদিন ১ ওয়াক্ত সালাত এবং ১ মাসে কমপক্ষে ৬ দিন একসাথে ৩ ওয়াক্ত করে সালাত আদায় করতে হয়। তা নাহলে এই সব সালাতের ওয়াক্ত ছুটে যাবে। এবং আমি এভাবে ভেজা শরীর ও কাপড় নিয়েই প্রতিদিন সালাত আদায় করি।