আসসালামু আলাইকুম শায়েখ, আমি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এ চাকুরি করি আমার প্রশ্ন হচ্ছে:- ১) রোহিঙ্গা কি হিজরত এর উপর আছে? তারা কি মুসাফির? হলে তাদের সালাত কি মুসাফির এর মত হবে? ২) তাদের সাথে আমাদের আচরন কেমন হবে? ৩) উখিয়া অনেক মসজিদে এর ইমাম সাহেব জর্দ্দা দিয়ে পান খেয়ে থাকেন নিয়মিত সেক্ষত্রে তাদের পিছনে সালাত আদায় করেলে কি সালাত পরিপূণ হবে? যদি না হয় তাহলে আমি কি একা সালাত আদায় করবো? ৪) আমি যে মসজিদে সালাত আদায় করি সে মসজিদ এর নামে ইসলামি ব্যাংক account আছে এবং সেখানে টাকা জমা রাখে কমিটি, এর জন্য কি সাধারন মুসুল্লিদের সালাতে ক্ষতি হবে?