As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5828

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 13 Jan 2022

প্রশ্ন

কবর দেখলে কোন দুয়াটি বলতে হবে?

উত্তর

কবরের কাছে গিয়ে সালাম দিতে হবে এবং দুআ করতে হবে। হাদীসে বিভিন্ন শব্দে বিভিন্ন দুআ এসেছে। একটি হাদীসে এভাবে সালাম দিতে এবং দুআ করতে বলা হয়েছে। السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ. সহীহ মুসলিম, হাদীস নং ২৩০২।