As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5823

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 Jan 2022

প্রশ্ন

আস সালামু আলাইকুম। সুদি ব্যাংক থেকে যদি ১০০০ টাকার বিনিময়ে সাথে সাথেই ১০ টাকার বান্ডিল নেই তবে সেটা কি হারাম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সম্ভবত বলতে চাচ্ছেন, ১ হাজার টাকার নোট ভাঙিয়ে ১০ টাকার নোট নিবেন ব্যাংক থেকে। এটা সুদ নয়, হারাম নয়। যদি টাকা কম বেশী হয় তখন সেটা সুদ।