As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5820

সুন্নাত

প্রকাশকাল: 5 Jan 2022

প্রশ্ন

আস সালামু আলাইকুম, নামাযের পর যে যিকির গলো করা হয় এগুলো কি শুধু ফরজ নামাজের পর, নাকি যেকোনো নামাজ আদায় করে করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের পরের যিকির দ্বারা ফরজ নামায উদ্দেশ্য। ফজিলত ফরজ নামাযের সাথেই সংযুক্ত। তবে এই জিকিরগুলো যে কোন সময় করা জায়েজ।