As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5817

হালাল হারাম

প্রকাশকাল: 2 Jan 2022

প্রশ্ন

আস সালামু আলাইকুম। কেউ যদি অনেক দিন যাবত ব্যাংক এর মুনাফা নেয় এবং এখন তার বুঝে আশে যে এটা হারাম তবে করনীয় কি? তার কাছে থাকা সম্পদ এ এখন হালাল হারাম মিশে গেছে যার পরিমাণ এতদিন পর নির্দিষ্ট নয়। এ বিষয়ে করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তওবা করে এই মুনাফা নেয়া থেকে ফিরে আসবে আর কতটাকা নিয়েছে তা নির্দিষ্ট করা সম্ভব না হলে ধারণা করে হিসেব করে গরীব মিসকিনদের মাঝে বিলিয়ে দিবে।