As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5816

হাদীস

প্রকাশকাল: 1 Jan 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার‌ আমার প্রশ্ন হল যে‌ , কাতার সোজা হওয়ার পর ইক্বামত দেওয়া? উচ্চ স্বরে ইক্বামত‌ দেওয়া জায়েয কি? 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইকামত শুরু হওয়া মাত্র মুসল্লিরা দাড়িয়ে যাবেন এবং কাতার সোজা করবেন, এটা সুন্নাত।

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ الصَّلاَةَ كَانَتْ تُقَامُ لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَيَأْخُذُ النَّاسُ مَصَافَّهُمْ قَبْلَ أَنْ يَقُومَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مَقَامَهُ হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. কে দেখা গেলে ইকামত শুরু করা হত। আর তিনি তাঁর জায়গায় পৌছানোর পূর্বেই লোকেরা তাদের কাতার গ্রহন করতেন (অর্থাৎ কাতার সোজা করে দাড়িয়ে থাকতেন)। সহীহ মুসলিম, হাদীস নং ৬০৬। তবে কাতার সোজা হওয়ার পর একামত দিলে সেটা জায়েজ হবে। স্বাভাবিক উচ্চস্বরে একামত দেওয়াতে সমস্যা নেই।