As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5813

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Dec 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কিছু দিন আগে আমি আমার এক বন্ধুকে চাকুরির ব্যবস্থা করে দেই, এখন সে আমার কলিক,সে আসার পর থেকে দেখি আমার মাঝে হিংসা কাজ করা শুরু করেছে, কিন্তু এর আগে আমি একদম হিংসা মুক্ত ছিলাম। এখন তাকে আমি সহ্য করতে পারি না তার ভালো কথা খারাপ কথা আমার বিষ এর মত লাগে, আমি অনেক চেষ্ট করছি তার সাথে যেন এমন না করি, মাঝে মাঝে এর প্রভাব এমন হয় আমি তূছ্য-তাচ্ছিল্য করে কথা বলে ফেলি। কারন মাথায় থাকে আমিই তো তার চাকুরি দিয়েছে। সব সময় অন্য কাছ থেকে রিসপেক্ট চাই এমন মনোভাব তৈরি হয়েছে। দয়া করে এর থেকে পরিত্রাণ এর উপায় নসিহ করুন, হিংস মুক্ত জীবন চাই। জাজাকাল্লাহ খায়রান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উপকার করে অুনগ্রহ ফলানোর ভয়াবহতার কুরআনের আয়াত ও হাদীসগুলো পড়ুন। হিংসার কুফল বিষয়ে বর্ণিত হাদীসগুলো বেশী বেশী পড়ুন। উপকার করলে কী পরিমাণ সওয়াব হয় সে বিষয়ে অনেক হাদীসে আছে। সেগুলো পড়বেন। মানুষের দূর্বলাতর কথা ভাববেন, যে কোন সময় এমন কোন কাজ আপনি করে ফেলতে পারেন, যার কারণে ঐ প্রতিষ্ঠানে আপনার চাকুরী নাও থাকতে পারে বা তার চেয়ে নিম্নের কোন কাজ করতে হতে পারে। রিজিকের অবস্থাও আল্লাহ এমন করে দিতে পারেন যে, তার কাছে আপনার হাত পাততে হতে পারে। এসব বিভিন্ন দিক চিন্তা করুন, জাহান্নামের চিন্তা করুন আর আল্লাহর কাছে দুআ করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর তাকে বেশী বেশী সালাম দিবেন, মাঝে মাঝে তার সাথে একসাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন, চা-কফি খাবেন, বাসায়ও দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। হাদীস অনুযায়ী সালাম ও খাওয়ানো ভালোবাসা বৃদ্ধির জন্য বেশ ফল দায়ক।