As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5809

প্রকাশকাল: 25 Dec 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম।কুরআন ও সহিহ হাদিসে মানবজীবনের সকল সমস্যার সমাধান রয়েছে।কিন্তু আমরা যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য কুরআন হাদিস ও উলামাদের ব্যবহৃত ভাষা অনেক সময় বোধগম্য হয়না।তবুও আমরা যদি কুরআন হাদিসের জ্ঞান অর্জনের চেষ্টা করি তাহলে এক আলেম বলে অমুকের বক্তব্য শুনবেন না আবার আরেকজন বলে তমুকের বক্তব্য শুনবেন না।এতকিছুর পর কিভাবে আমরা কুরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞানটা অর্জন করতে পারি যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন সমস্যার সমাধান ইসলাম থেকে নিতে পারি?

উত্তর

আপনি কুরআনের তাফসীর পড়বেন, হাদীস পড়বেন, গ্রহনযোগ্য আলেমদের ইসলামের বিভিন্ন বিষয়ে লেখা বই পড়বেন। তবে এগুলো পড়লেই সব দৈনন্দিন সমস্যার সমাধান আপনি করতে পারবেন বিষয়ট এরকম না, গুরুত্বপূর্ণ যে কোন সমস্যা সামনে আসলে একজন গ্রহনযোগ্য আলেমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন। শুধু পড়াশোনা করেই নিজের মত করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না।