As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5808

প্রকাশকাল: 24 Dec 2021

প্রশ্ন

প্রশ্ন
আস-সালামু আলাইকুম, আমি যদি সঞ্চয়পত্র ক্রয় করি সঞ্চয়পত্রের যে সুদ দিবে এই সুদ আমি খাইলাম না, কিন্তু এই নিয়ত ছিল সুদ পাবো এবং সুদ আমি খাবো না এবং অন্যকে দিয়ে দিব। তাহলে আমার কি সুদ খাওয়া হবে ?

উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সুদের টাকা সরাসরি ভোগ না করলেও আপনি সুদের কাজে সহযোগিতা করছেন। সুতরাং এই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। সুদের টাকা কাউকে দিয়ে দিবেন, এটা ভাল মানসকিতা নয়। হালাল টাকা থেকে দান-সদকা করবেন, হারাম টাকা নয়।

তাহলে আমি টাকা কি করবো ? ব্যবসা ও করতে পারছি না Bank রাখছি সুদ আসছে কিন্তু FDR / DPS ও করতে পারছি না সুদ আসবে ? কি করবো ?

উত্তর