As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5806

নামায

প্রকাশকাল: 22 Dec 2021

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন হলো: অনেক সময় এমন হয় যে, আমাকে নিরুপায় হয়ে স্কুলের শ্রেণিকক্ষে সালাত আদায় করতে হয়। আমি জানতে চাই, আমাকে কি দাঁড়িয়ে পূর্ণাঙ্গরূপে সালাত আদায় করতে হবে? যেহেতু স্কুলের মেঝে নোংরা তাই আমি সিজদা করার সময় বেঞ্চের উপর করি। আমার সালাত কী হবে? যদি না হয় (এক্ষেত্রে এবং পূর্বে অন্য যে কোনো ভুলের কারণে), তাহলে কী আমাকে সালাত কাযা করতে হবে? জানালে অত্যন্ত উপকৃত হবো, কারণ এটা জানা আমার জন্য খুব জরুরি। জাযাকাল্লাহু খাইরা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেঞ্চের উপর দাঁড়িয়ে যদি সালাত আদায় করেন তাহলে বেঞ্চের উপরই সাজদা দিবেন। এমনটি করলে নোংরা লাগার সমস্যা দূর হয়ে যাবে। আর যদি মেঝেতে দাঁড়িয়ে বেঞ্চের উপর সাজদা দেন তাহলে সালাত সহীহ হবে না। যে সালাত সহীহ হয় না তার কাযা করতে হবে।