আমার স্বামী আমার কোনো ভরনপোষণ দেয় না। মাসে ৫০০ টাকাও দেয় না। আামার সব খরচ আমার বাবা দেয় বিয়ের পরও।এমন না সে বেকার।ছোট হলেও জব করে। সব টাকা তার বাবা মা কে দেয়। আমি টাকার কথা বললে ই ঝগড়া হয়। তার বাবা মায়ের টাকা দরকার মানলাম কিন্তু আমার তো কিছু হলেও অধিকার আছে। আমি টাকা চাইলে আমার গুনাহ হচ্ছে কি না?