As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5797

সালাত

প্রকাশকাল: 13 Dec 2021

প্রশ্ন

সলাতের প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মাউন পড়ে দ্বিতীয় রাকাতে ফাতিহার পর সুরা ফিল পড়লাম। আমার জিজ্ঞেসা সুরার তারতিব ঠিক না থাকলে সাহু সেজদা দিতে হবে কী না? আর দিলে সলাত হবে কী? দলিলসহ জানাবেন ইংশাআল্লাহ।

উত্তর

সালাতের সূরার তারতীব ঠিক করে পড়া আবশ্যক কোন বিষয় নয় আল্লাহ কুরআনে বলেছেন, فَاقْرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ الْقُرْءانِ । কুরআন থেকে যা সহজ মনে হয় তা পাঠ করো। সূরা মুযযাম্মিল, আয়াত ২০। কুরআন-হাদীসে কোথাও তারতীব রক্ষা করাকে আবশ্যক করা হয় নি। সুতরাং তারতীব ভঙ্গ হলে সাহু সাজদা দেয়ার কোন প্রয়োজন নেই। এই অবস্থায় যদি ভুল করে সাহু সাজদা দেয় তাহলে সমস্যা হবে না। বিনা প্রয়াজনে সাহু সাজদা দেয়া যাবে।