আসসাামুআলাইকুম মুহতারাম। আমি নিজের ভেতর দ্বিধাদ্বন্দ্ব অনুভব করছি একটা কঠিন বিষয় নিয়ে। ১৭ রাকাত ফরজ নামাজের কথা তো কুরআনে বলা নেই। আর আমাদের রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরআনের বাইরে কোনো কথা বলেননি। তবে আমরা যে ১৭ রাকাত নামাজ পড়ি তার দলিল কি? আমাকে একজন এরকম একটা প্রশ্নের সম্মুখীন করেছে যার উত্তর আমি জানিনা। তার কাছে হাজারো যুক্তি আছে কুরআনের আলোকে। কিন্তু আমি তো হাদীস কে যুক্তি হিসেবে দাঁড় করাতে যেয়ে কুরআনকে অবমাননা করতে পারি না। দয়া করে যদি আমাকে একটু সময় দিয়ে বলতে পারতেন তবে আমার ভেতর পরিতৃপ্ত হতো। আমি ঈমান আমল করে আনন্দিত হয়ে পারতাম। ধন্যবাদ।