As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5786

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 Dec 2021

প্রশ্ন

বিবাহে কবুল বলার সময় পাক না থাকলে কোনো সমস্যা আছে কি না? মানে বিবাহের পূর্ব মুহূর্তে অনিচ্ছাকৃতভাবে কাপড়ে নাপাক লেগে গেলে এবং ঐ পরিবেশে কাপড় পাক করা বা গোসল করার কোনো সুযোগ না পেলে এবং এমন অবস্থায় বিবাহের জন্য কবুল বললে এতে বিবাহ সম্পন্ন হওয়া নিয়ে কোনো মত-বিরোধ আছে কি না? বিষয়টি নিজে একজন ভাই খুবই চিন্তিত আছেন। যদি বিষয়টি সম্পর্কে সঠিক ধারনা দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়ের।

উত্তর

না, এই সময় নাপাক থাকলে বিবাহের কোন সমস্যা নেই। বিবাহ সহীহ হয়ে যাবে।