আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল সেটি হলো, যে কাপড়ে সাদাস্রাব লেগেছে সে কাপড়ে যেহেতু নামায হবে না, তাহলে কোনো মেয়ের যদি ওযু থাকে আর ঐ অবস্থায় যদি কাপড়ে সাদা স্রাব লেগে যায় তাহলে কি তাকে পুনরায় ওযু করতে হবে নাকি শুধু কাপড় পরিবর্তন করেই নামায আদায় করতে পারবে? জাযাকাল্লাহ খাইরান।