As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5779

বিবিধ

প্রকাশকাল: 25 Nov 2021

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি USA থেকে একটি বিষয় জানতে চাই আমার ছেলের নাম রেখেছি একজন সাহাবির নাম সাদ ইবনে মুয়াজ, মুয়াজ সন্তানের বাবার নাম নয় তাহলে এই নাম রাখা কি ঠিক আছে নাকি ভুল? ইবনের পর বাবার নাম ছাড়া অন্য যে কোন নাম রাখা যাবে কি? ইমেলে উত্তর টা দিলে উপকৃত হব, তাড়াতাড়ি জাননোর অনুরোধ থাকলো

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ছেলের পিতার নাম শেষে দেন। মানে মুয়াজ এর পরিবর্তে ছেলের বাবার নাম দিন।