ইমাম বা পীর হয়ে, আল্লাহ/রাসুল (দ.)/ফেরেশতা, কোরআন হাদিস, দ্বীন ও শরীয়তের যে-কোনো ১টি অংশ নিয়ে উপহাস করে, অবজ্ঞা ও অপমান করে, অপবিত্র স্থানে বা অপাত্রে রাখে, রংতামাশা করে বা হাততালি দিয়ে আল্লাহর জিকির ও নবীর দরুদ পড়ে, এরূপ ব্যক্তিকে ইসলাম কী বলে? এ ব্যক্তির পেছনে কি নামাজ পড়া যায়?