As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5770

যাকাত

প্রকাশকাল: 16 Nov 2021

প্রশ্ন

কেউ যদি ভবিষ্যত কোন উদ্দেশ্যে যেমন সন্তানের পড়াশোনা, বিয়ে ইত্যাদির জন্য টাকা সঞ্চয় করে এবং তা যদি নিসাব লেভেলের উপরে হয়, যেমন-১০/২০ লক্ষ টাকা; তার (সঞ্চয়কারীর) উপর সংশ্লিষ্ট টাকা থেকে যাকাত এবং হজ্জ ফরয হবে কি?

উত্তর

হ্যাঁ, সঞ্চয়কারীর উপর যাকাত, হজ্জ ফরজ হবে। যে উদ্দেশেই টাকা জমা করুক না কেন নিসাব পরিমাণ হলে হজ্জ, যাকাত ওয়াজিব হবে।