আসসালামু আলাইকুম, আমার আম্মার ব্যাংকে প্রায় ৩২০০০০ এর মত টাকা আছে যার প্রায় ৮০ভাগই সুদের বা ব্যাংক মুনাফা তার যাকাত কি ফরয? তার স্বর্ণ বা রুপা তেমন নেই।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সুদের টাকা বা হারাম টাকার উপর যাকাত ফরজ হয় না। হালাল টাকা যদি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত ফরজ হবে।