As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5766

নামায

প্রকাশকাল: 12 Nov 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ইমামের পিছনে যে সকল মুকতাদি নামাজ পড়েন তাদের কেউ কেউ যদি ফজরের নামাজ না পড়ে থাকেন তাহলে ঐদিন ইমামের জামাতে ফরজ নামাজ পড়াতে ভুল হতে পারে। এমন বক্তব্য সঠিক কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই বক্তব্য সঠিক নয়। এটা একটা বাতিল কথা।