As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5764

যাকাত

প্রকাশকাল: 10 Nov 2021

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার বন্ধু এই বছর ডিপিএস কমপ্লিট করায় দশ লক্ষ টাকা পেয়েছে। এইগুলো বর্তমানে ফিক্সড ডিপোজিড করে রেখেছে। এর আগে যাকাত প্রদান করে নি। এখন মুহতারামের কাছে আমার প্রশ্ন হচ্ছে সে যে পূর্বে যাকাত দেয় নি সেটির হিসাব করে এই বছর কাফফারা সহ যাকাত দিবে? নাকি শুধু এই বছরে ২.৫% হিসাব করে যাকাত দিবে? আর যদি কাফফারা দিতে হয় তাহলে সেটির হিসেব কেমন হবে যদি বিস্তারিত জানাতেন খুব উপকার হত। জাঝাকুমুল্লহ…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাফফারা দেওয়া লাগবে না, বিগত বছরগুলোর যাকাত হিসেব করে দিয়ে দিবে। যে বছর থেকে টাকার মালিক হয়েছে এক বছর পর তার যাকাত ওয়াজিব হয়েছে। সেই সময় তার কাছে যতটাকা ছিল তার যাকাত দিবে। এভাবে যত বছর যাকাত দেয় নি, হিসেব করে তত বছরের যাকাত দিয়ে দিবে।