জামায়াতে নামাজের সময়, বিশেষ করে যোহর আর আছরের সময়। হুজুর ত আস্তে আস্তে সূরা পড়ে। এখন আমার সূরা পড়ার আগে যদি হুজুর রুকুতে চলে যায়। তখন কি আমি রুকুতে চলে জাব নাকি সূরা শেষ করব। আরেকটা প্রশ্ন হইলো, শেষ বৈঠকে মাঝে মাঝে এমন হয় যে, আমি দূরুদ শরীফে আছি, হুজুর সালাম ফিরায় দিছে, তখন কী করব?