আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.. একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া জনিত কারণে স্বামী তাকে তালাক দেয় কিন্তু মৌখিকভাবে স্বামী তিন তালাক স্ত্রীকে দেয় না.. কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পারিবারিকভাবে যখন তালাক হয় তখন সেই, হুজুর বা কাজী ব্যবহৃত তালাকনামায় তিন তালাক উল্লেখ করে তার মধ্যে বিচ্ছেদ ঘটায় এখন যেকোন ভাবে তাদের মধ্যে পুনরায় মিলমিশ হয়ে গেছে এবং পুনরায় বিবাহ পড়ানো হয়েছে.. যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো তারা এই বিষয়টাকে হয়তো তখন এতটা মূল্যায়ন করেনি আর প্রশ্নকর্তার ভাষ্যমতে সে বিষয়টা যখন বুঝতে পারে নাই এখন যেকোন ভাবে তাদের মধ্যে পূর্ণ বিবাহের মাধ্যমে সংসার চলছে.. মূল বিষয়টি হচ্ছে এখন তাদের এই সাংসারিক জীবনের আড়াই বছরের একটা বাচ্চা হয়ে গেছে অলরেডি.. পরিবারের একজন মোটামুটি দুই জনই বলা যায় বিশেষ করে যিনি মহিলা উনি অনেকটাই দ্বীনের ওপর চলার চেষ্টা করছে আর যার কারণে তার দিন দিন হতাশা বেড়েই যাচ্ছে.. এমত অবস্থায় কি করা যেতে পারে তাদের মধ্যে বাচ্চা হয়ে গেছে আড়াই বছরের অনুগ্রহপূর্বক জানালে অনেক বেশি উপকৃত হব কেননা উনি ধীরে ধীরে হতাশার মধ্যে চলে যাচ্ছে জাযাকাল্লাহু খায়রান.. শায়খ প্রশ্ন বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে অনুগ্রহ পূর্বক জানালেই হবে.. যদি মোবাইলে কথা বলার প্রয়োজন হয় আপনার সুযোগ হয় ইনশাল্লাহ তাহলে আমি মোবাইল আরো ভালোভাবে বুঝিয়ে বলতে পারব শাইখ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ।