আসসালামুয়ালায়কুম। আমি একজন ছাত্র। আমার মোটামুটি জামাকাপড় বা অন্য আসবাব পত্র আছে। এগুলো কিভাবে হিসাব করে দান করতে হবে? যেমন ২-৩ এর অধিক জামা কাপড় বা খাতা কলম আছে। এসব ছোট খাটো জিনিস দান এর ব্যাপারে জানতে চাই। নিজের কতটুকু রাখতে পারব, কাদের কে দিব?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5740
ব্যক্তিগত ও পারিবারিক
প্রকাশকাল: 17 Oct 2021
আসসালামুয়ালায়কুম। আমি একজন ছাত্র। আমার মোটামুটি জামাকাপড় বা অন্য আসবাব পত্র আছে। এগুলো কিভাবে হিসাব করে দান করতে হবে? যেমন ২-৩ এর অধিক জামা কাপড় বা খাতা কলম আছে। এসব ছোট খাটো জিনিস দান এর ব্যাপারে জানতে চাই। নিজের কতটুকু রাখতে পারব, কাদের কে দিব?
ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আপনি ছাত্র, অর্থনৈতকভাবে বাবা বা অন্য কারো উপর নির্ভরশীল। জামা কাপড় ও খাতা কলম যতটুকু প্রয়োজন ততটুকু বাবার থেকে নিবেন। বেশী নিবেন না, তাতে আপনার পিতার উপর চাপ কমবে, এটা আপনার একান্ত দায়িত্ব। এরপর যখন কর্ম জীবনে প্রবেশ করবেন, তখন আয় অনুযায়ী মোট আয়ের ৫ বা ১০ শতাংশ বা আপনার সাধ্য অনুযায়ী দান করবেন।