আস-সালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল। আমরা নামাযে সুরা ফাতেহার পর অন্য সুরাহ মিলিয়ে পড়ি। হাদিসে পেয়েছি কমপক্ষে ৩ আয়াত পড়া যায়। আমি কি ফাতেহার পর কুরআনে বর্নিত দোয়ার আয়াত গুলো কি পড়তে পারবো? কারন যেহেতু সালাত হলো আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার দরখাস্ত তাই যেসব আয়াত আল্লাহ পাক নবীজি সাঃ কে এড্রেস করেছেন, অথবা পাপীদের বর্ননা দিয়েছেন, অথবা বিভিন্ন বিধি বিধান উল্লেখ করেছেন, সেগুলো কেন আমরা আল্লাহকে পূনরায় বলতে যাবো? এসব আয়াতে আমাদের ইচ্ছা আখাঙ্খার কিছুই প্রতিফলিত হয় না । তবে যেসব আয়াতের মাধ্যমে নবী রাসূল গন সাহায্য প্রার্থনা করতেন সেগুলো পড়া কি উত্তম নয়? কারন আল্লাহ পাক বলেছেন, নামাজের মাধ্যমে তোমরা সাহায্যে চাও। ধনবাদ