As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5701

মুসাফির

প্রকাশকাল: 8 Sep 2021

প্রশ্ন

হজ্জ যাত্রার সময় (বাংলাদেশ থেকে মক্কা পৌছানো পর্যন্ত); মক্কা এবং মদিনা অবস্থানকালে এবং মূল হজ্জের ৫ দিন (৮ই জিলহজ্জ্ব থেকে ১২ই জিলহজ্জ্ব পর্যন্ত) নামাজের কসরের নিয়ম দয়া করে জানাবেন।

উত্তর

১৫ দিনের বেশী একই শহরে অবস্থান করলে কসর করা যাবে না। আর হজে গিয়ে মক্কায় বা অন্য কোন শহরে যদি ১৫ দিনের বেশী অবস্থান করেন তাহলে কসর করতে হবে না। রাস্তার মধ্যে একাকী নামায আদায় করলে যোহর, আসর ও এশার সালাত কসর করে ২ রাকআত করে আদায় করবেন। কসরের নিয়ম এটাই যে, যোহর, আসর ও এশার সালাত ২ রাকআত করে আদায় করতে হবে, আর ফজর ও মাগরিব কোন কসর হবে না। হজে সব সময় চেষ্টা করবেন স্থানীয় ইমামের পিছনে জামাতে সালাত অদায় করতে, তাহলে কোন কসর করতে হবে না। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।