As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5689

ঈদ কুরবানী

প্রকাশকাল: 27 Aug 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার ইসলামী ব্যাংকে ডিপিএস রয়েছে যেটি ৬০ হাজার টাকার উপরে, নগদ ক্যাশ তেমন একটা থাকে না। কুরবানিতে কিছু টাকা বোনাস পাবো,যেটা দিয়ে অন্যান্য খরচ মিটালে কুরবানি করার টাকা না থাকার সম্ভাবনাই বেশি, এখন আমার কি করা জরুরী? যে কোন ভাবেই কুরবানি করতে হবে? নাকি নিজের জরুরিয়াত মিটাতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রয়োজনীয় খরচ মেটানোর পর টাকা না থাকলে কুরবানী করা জরুরী নয়। তবে একজন প্রকৃত মু’মিনের