আসসালামু আলাইকুম, হুজুর, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছি এবং এখন চাকরির চেষ্টা করছি। আমাদের জন্যে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সুদি ব্যাংক এ ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরির সার্কুলার হয়। এসব সুদি ব্যাংকে কি আমি চাকরি করলে টাকা হালাল হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সুদ ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর আয়ের অধিকাংশ বা পুরোপুরি হারাম হওয়ার কারণে এবং চাকুরীরত ব্যক্তি সুদের হিসাব নিকাশের সাথে জড়িত হওয়ার কারণে এখানে চাকুরী কা জায়েজ হবে না, টাকা হালাল হবে না।