As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5683

বিবাহ-তালাক

প্রকাশকাল: 21 Aug 2021

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার husband এর মা-বাবা নেই। তারা ৪ ভাই, ৩ বোন। সে সবার ছোট। আমার husband London প্রবাসী। আমার husband 2014 এ তার নিজের বিয়ে ঠিক করে দেশে যায় বিয়ে করতে, কিন্তু তার family বিয়ে টা ভেঙে দেয়। তাই family member দের সাথে রাগ করে আমাকে একাই বিয়ে করে। এটা আমার সেকেন্ড বিয়ে এটা আমার husband জানত। সে আমার বোন এর husband এর friend। বিয়ের পর ৭ বছর ৯ মাস হয়ে গেছে। husband এর বড় বোন মেনে নেইনি, তার orderআমাক divorce দিতে হবে। তাই husband আমাকে divorce দিবে, process চলছে। আমাদের ১ ছেলে নিয়ে আমি থাকি ওর বয়স ২ বছর ১ মাস। husband কই থাকে জানি না। আমার প্রশ্ন divorce এর পর আমি কি আমার husband এর ছবি দেকতে পারব? আমি তাকে খুব miss করি। আমার ছেলে কেও বাবার ছবি দেখাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার ও আপনার সন্তানের প্রতি সুস্পষ্ট অন্যায় করা হচ্ছে। বড় বোন বলেছে তাই ডিভোর্স দিবে তাহলে বিয়ে করেছে কেন? আপনি আপনার ও আপনার ছেলের ভরন-পোষনের জন্য আইনের আশ্রয় নিবেন। প্রিন্ট ছবি কাছে রাখা যাবে না। মোবাইলের ভিতর থাকা ছবি আপনার ছেলে দেখতে পারে। আপনি দেখতে পারবেন না, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এতে করে শয়তান আপনাকে বিপদগামী করতে পারে। আর সকল পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।