As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5682

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Aug 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি প্রতি রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাই। একদিন আমার মনে হলো আল্লাহ্‌ তায়ালা তো আমাকে জাগ্রত করবেন তাহলে আমি অ্যালার্ম দেই কেনো। পরে আমি ভাবলাম আল্লাহ্‌ তায়ালা আমাকে ঘুম থেকে জাগ্রত করবেন উনার ইচ্ছা হলে অ্যালার্ম এর মাধ্যমে,বা অন্য ভাবে। আমার এই ভাবনা কি শিরক পূর্ণ ভাবনা? এই নিয়ে খুবই দ্বিধায় আছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। “আল্লাহ্‌ তায়ালা তো আমাকে জাগ্রত করবেন তাহলে আমি অ্যালার্ম দেই কেনো ” এই কথা কেন আপনার মনে আসলো তা বোধগম্য নয়। পৃথিবীতে সব কাজের একটা মাধ্যম থাকে, আল্লাহ সেভাবে কাজ করান। মাধ্যম অবলম্বন করার পর আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুল বা ভরসা করতে হবে। জমিতে ধান না লাগিয়ে এই আশা করা যায় না যে, আল্লাহ মাঠ ভর্তি ধান ফলিয়ে দিবেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার সেগুলো অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করবেন। আর কোন বিষয়ে বেশী চিন্তা করতে যাবেন না, তাহলে এই ধরণের “অযথা” সমস্যায় ভুগবেন, মানসিক সমস্যাও হয়ে যেতে পারে। তবে এটা শিরকপূর্ণ নয়, মূর্খতাালাম।