As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5680

মসজিদ

প্রকাশকাল: 18 Aug 2021

প্রশ্ন

আমার বাড়ির পাশে 100 মিটার দূরে আমার সমাজের মসজিদ। কয়েকশো মিটার দূরে আবার বিভিন্ন মসজিদ আছে। এখন প্রশ্ন হল আমার সমাজের মসজিদের ইমাম সাহেবের কিরাতে ভুল থাকার জন্য আমি বাড়িতে একাকি বা আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে জামাত করে নামাজ পড়ি। আমি কিন্তু কোন ছোট ভুলের কথা বলছি না, বরং অক্ষর পরিবর্তন হয়ে যায়। এক্ষেত্রে ইমামের সঙ্গে যথাসম্ভব হিকমার সাথে কথা বলে দেখেছি কিন্তু উনি বিভিন্ন বাহানা দিয়ে ওই একই ভাবে চালিয়ে যাচ্ছেন। আমাদের সমাজ কম শিক্ষিত বা নিরক্ষর হওয়ায় বিষয়টি অন্য কোন মুসল্লী অনুধাবন করতে পারছে না। এখন আমারও সেখানে কোন ভাবে ইমামতি করা সম্ভব নয়। মসজিদ কমিটিও এই মুহূর্তে অন্য ইমাম নিযুক্ত করতে পারছে না। এক্ষেত্রে আমার বাড়িতে নামাজ পড়া কি ঠিক হচ্ছে বা আমি অন্য আর কি বিকল্প পথ গ্রহণ করতে পারি।

উত্তর

কয়েকশোমিটার দূরে মসজিদে নামায আদায় করা খুব কঠিন কাজ নয়। সুতরাং আপনি মসজিদে গিয়ে নামায আদায় করবেন। এভাবে নিয়মিত জামাত ত্যাগ করে বাড়িতে নামায পড়া ভালো কাজ নয়।