আসসালামু ওয়ালাইকুম। আমর ইবনে মাইমুন (রাঃ) বলেন, নবুয়াতের পূর্বে একটা বানর ব্যাভিচার করায় অনেক বানর সেখানে সমবেত হয়ে তাকে রজম (ব্যাভিচারীকে পাথর মারা) করলো। আমিও তাদের সঙ্গে যোগ দিয়ে রজম করলাম। [দ্র: বোখারী, মোস্তফা চরিত, আকরাম খাঁ, মৌজু হাদিছ অধ্যায়] উক্ত হাদিসের সত্যতা সম্পর্কে দয়া করে জানাবেন। আবু হুরাইরা (রাঃ) উনার কিছু হাদিস বিতর্কিত। অনেকেই উনার কিছু হাদিস নিয়ে আপত্তি করেন। বিস্তারিত যদি বলতেন। হাদিসের সত্যতা যাচাই করার কোনো সুত্র আছে কি?