As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5675

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 13 Aug 2021

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম। আমর ইবনে মাইমুন (রাঃ) বলেন, নবুয়াতের পূর্বে একটা বানর ব্যাভিচার করায় অনেক বানর সেখানে সমবেত হয়ে তাকে রজম (ব্যাভিচারীকে পাথর মারা) করলো। আমিও তাদের সঙ্গে যোগ দিয়ে রজম করলাম। [দ্র: বোখারী, মোস্তফা চরিত, আকরাম খাঁ, মৌজু হাদিছ অধ্যায়] উক্ত হাদিসের সত্যতা সম্পর্কে দয়া করে জানাবেন। আবু হুরাইরা (রাঃ) উনার কিছু হাদিস বিতর্কিত। অনেকেই উনার কিছু হাদিস নিয়ে আপত্তি করেন। বিস্তারিত যদি বলতেন। হাদিসের সত্যতা যাচাই করার কোনো সুত্র আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত হাদীস যে সত্য নয় সেটা তো মাওলানা আকরাম খাঁ বলেই দিয়েছেন। তিনি “মৌজু হাদীস অধ্যায়” এর মধ্যে এই হাদীসটি নিয়ে এসছেন। তার মানে হলো হাদীসটি বানোয়াট মিথ্যা কথা। এখানে আবু হুরায়রার কোন দোষ নেই। কেউ হাদীসটিকে আবু হুরায়রা রা. নামে বানিয়েছেন। আবু হুরায়রা রা. সবচেয়ে বেশী হাদীস বর্ণনাকারী সাহাবী। তার হাদীসকে বিতর্কিত বলা বেয়াদবী, শিষ্টাচার বহির্ভূত। ধর্মীয় কিতাব একজন আলেমের অধীনে পড়তে হবে, নয়তো “মৌজু হাদীস অধ্যায়” দেখার পরও কিছু না বুঝে সাহবাীকে কাঠগড়ায় তুলে ফেলবেন।