আমার নাক পানির প্রতি সংবেদনশীল, যখনই আমি ওজু করার চেষ্টা করি বা সকালে সতেজ হওয়ার চেষ্টা করি তখনই আমার নাকে পানি লেগে যাওয়ার কারণে সহজেই ঠান্ডা লেগে যায়। (আমার সর্দি লাগার কারণে অনেক কষ্ট হয়, আমার নাক-চোখ দ্রুত পানি পড়তে থাকে) আমি কি ওযুর সময় নাকে পানি পড়া এড়িয়ে যেতে পারি? আমি সময় সময় আলাদাভাবে নাক পরিষ্কার করি।