As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5662

গুনাহ

প্রকাশকাল: 31 Jul 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি ও আমার দুই বোন। দুই বোন বিবাহীত, আমি ও আমার পিতা উভয় ইনকাম করি, আমার বোনেরা ও আমার পিতাকে মাঝে মাঝে টাকা দিয়ে সহযোগীতা করে, এখন আমার পিতা কোন সম্পদ ক্রয় করলে সে সম্পদ শুধু আমার নামে লিখে দিলে আমার পিতা গোনাগার হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার পিতার সম্পদ তারা সকল সন্তান ইসলামী বন্টন অনুযায়ী পাবে। বিনা কারণে একজন সন্তানকে লিখে দিলে সে অপরাধী হিসেবে গণ্য হবে। কোন সন্তান যদি শারীরিকভাবে বা মেধার দিকে দিয়ে দূর্বল হয় বা এ জাতীয় কোন সমস্যা থাকে তাহলে পিতা তাকে অতিরিক্ত কিছু দিয়ে যেতে পারে। কিন্তু অযথা কাউকে সম্পদ লিখে দেয়ার কোন সুযোগ নেই। জীবিত অবস্থায় সন্তাদেরকে জমি লিখে দিলে নানাবিধ সমস্যা হয়, সুতরাং জীবিত অবস্থায় সন্তানদের জমি লিখে দেওয়া থেকেও বিরত থাকতে হবে।