As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5656

আকীকা

প্রকাশকাল: 25 Jul 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন বেসরকারী চাকরিজীবী। আমার একমাত্র ছেলে সন্তানের বয়স প্রায় ০৭ (সাত) মাস। ৭ দিনে আকিকা দেওয়া সুন্নত, কিন্তুু সমস্যার জন্য দিতে পারিনি, আমি এখন আমার ছেলের আকিকা দিতে চাচ্ছি। এখন দেওয়া যাবে কিনা, আর আমার অর্থনৈতিক অবস্থা সংকটের কারনে একটা ছাগল দিয়ে দিলে হবে কিনা, কারন আবদুল্লাহ জাহাঙ্গির স্যারের একটা ভিডিও তে দেখেছিলাম ছেলে হলেও একটা ছাগল দিলেও হবে, এমতাবস্থায় আমি কিভাবে আকিকা দিতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এখন আকীকা দিতে পারেন এবং ১টা ছাগল দিলেও হবে।