As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5652

যাকাত

প্রকাশকাল: 21 Jul 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। প্রশ্নটি আমার এক আত্নীয়া জানতে চেয়েছেন। বিগত বছরের জুলাই মাসে তাঁর স্বামী রাব্বুল আলামীনের সান্নিধ্যে চলে যান। তাঁর স্বামীর বেশ কিছু পারিবারিক ব্যবসা বাণিজ্য এবং ব্যক্তিগত সম্পদ আছে। এবং বেশ বড় অংকের ঋণও আছে। জীবদ্দশায় তিনি এবং তাঁর ভাই মিলে তাদের পারিবারিক ব্যবসা বাণিজ্য দেখাশুনা করতেন। বর্তমানে তাঁর অবর্তমানে তাঁর ছোট ভাই ব্যবসা পরিচালনা করছেন। যেহেতু ব্যবসায় একাধিক অংশীদার রয়েছেন তাই ব্যবসা থেকে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছেনা। অপরদিকে তাঁর একটি ফ্ল্যাট আছে যা ঋণ নিয়ে কেনা এবং বর্তমানে ওই ফ্ল্যাটের ভাডা তাঁর বাচ্চাদের পডাশোনার জন্যে ব্যায় হয়। তিনি ব্যাংক ঋণ নিয়ে একটি গাডী ক্রয় করেছিলেন যা তাঁর ইন্তিকালের পর মাসিক চুক্তিতে একটি কোম্পানীতে ভাডা দেয়া হয় এবং ভাডার সম্পূর্ণ টাকাটাই গাডী বাবদ ব্যাংক থেকে নেয়া লোনের কিস্তি হিসেবে দিয়ে দেয়া হয় ঋণ পরিশোধের অংশ হিসেবে। এরপরেও তাঁর বেশ কিছু ব্যাক্তিগত ও ব্যবসায়িক ঋণ এখনো আছে। এখন প্রশ্ন হলো, আমার আত্নীয়া এক বক্তব্যে শুনেছেন যে ঋণগ্রস্থ স্বামীর ঋণ পরিশোধে যাকাতের অর্থ ব্যায় করা যায়। উপরোক্ত পরিস্থিতিতে আমার আত্নীয়া তাঁর যাকাতের অর্থ ব্যবহার করে মৃত স্বামীর রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে পারবেন কি না? উপরোক্ত পরিস্থিতিতে কি আমার আত্নীয়ার স্বামী যাকাতের খাতের মধ্যে গণ্য হবেন কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার আত্নীয়া তাঁর যাকাতের অর্থ ব্যবহার করে মৃত স্বামীর রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে পারবেন। ঋন পরিষোধের জন্য স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে। তবে স্ত্রীর যে সব খরচাদি দেওয়া স্বামীর জন্য আবশ্যক সেসব খরচের জন্য স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে নাবিস্তারিত জানতে দেখুন