আসসালামু আলাইকুম নামাজে কয়টা সেজদা দিয়েছি ভুলে গেলে বা সন্দেহ হলে করনিও কি? বসা থেকে দাঁড়িয়ে যাওয়ার পর যদি প্রবল মনে হয় যে একটা সেজদা দিয়েছি, তাহলে কি করবো আর যদি বসা বা দাঁড়ানো অবস্তায় মন স্থির হয় যে ২ টাই দিছি তাহলে কী করনিও? সাহু সেজদা দিলে হবে নাকি পুনরায় সাজদা আদায় করতে হবে? জাযাকাল্লাহ খইর।