As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5648

পবিত্রতা

প্রকাশকাল: 17 Jul 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম ভাই। আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। ১। ফরজ গোসলে কুলি এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে কতটুক গভীরে পানি দিতে হবে। ২। গোসলের শুরুতে লজ্জাস্হান পরিষ্কার করে নিলে গোসলের মাঝে সেগুলোতে আবার পানি পৌছানোর প্রয়োজন আছে কি? অর্থাৎ সেগুলোকি আবার ধুতে হবে। ৩। গোসলের মাঝখানে ওযু ছুটে গেলে গোসল কি আবার প্রথম থেকে শুরু করতে হবে? ৪। হাত বা পায়ের নখের ভীতর পানি প্রবেশ করানো কি জরুরী। জাযাকাল্লাহু খয়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব দিবেন, নাকের নরম জায়গা পর্যন্ত দিবেন। ২। না, নতুন করে পানি পৌঁছানোর প্রয়োজন নেই। তবে পুরো শরীর যেন ভিজে, সেদিকে খেয়াল করবেন। আর গোসল করতে গেলে সব জায়গাতে পানি এমনেতেই পৌঁছে যায়। ৩। ফরজ গোসলের শুরুতে ওযু করা সুন্নাত। ফরজ গোসলের পর নামাযের জন্য আর ওযু কারার দরকার নেই। ফরজ গোসলের মাঝে ওযু ছুটে গেলে নুতন করে আবার পুরো শরীর ভিজিয়ে গোসল করবেন। ৪। জ্বী, জরুরী।