১. যাকাত তারিখঃ ১০ই শাওয়াল। আমার কিছু সিএনজি আছে, এগুলা আমি বিক্রি করার নিয়তে কিনি নাই, এগুলা থেকে মাসিক ইঙ্কাম করার উদ্দেশ্যে কিনেছিলাম। মাঝখানে কোভিড এর সময়ে অনেক দিন ইঙ্কাম বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে কিন্তু আগের তুলনায় ইঙ্কাম অনেক কমে গিয়েছে। এগুলা আমার ব্যাবসায়িক পণ্য। এখন এগুলার উপর আমার কি হারে যাকাত দিতে হবে? সম্প্রতি লকডাউন শেষ হবার পর থেকে প্রতিটি সিএনজি থেকে আমি মাসিক ১৫০০০ টাকা হাতে পাই। সিএনজি গুলো একজন ম্যানেজার এর কাছে দেওয়া আছে। কোনও কারণে কম ইনকাম হলে আমাকে সে কম দিবে কিন্তু সাধারণভাবে ১৫০০০ আমাকে দেওয়ার পর ও সমস্ত খরচাবলী দেওার পর যা থাকে তা সে পারিস্রমিক হিসাবে নেয়। এভাবেই কথাবার্তা হয়েছে। এক একটি সিএনজি একেকসময়ে কিনা হয়েছে। গড়ে দাম পড়েছে ১৬,৫০,০০০ এর মত। এই ক্রয়মূল্যের ২.৫% হিসাবে হলে আমার যাকাত আসে ৪১,২৫০ টাকা। একটি সিএনজি থেকে বছরে আমার আয় ১৫০০০X১২ = ১,৮০,০০০ টাকা। এই আয়ের উপর ২.৫% হিসাবে আমার যাকাত আসে ৪৫০০ টাকা। ২. আমার একজন কর্মচারীকে আমি তার কিছু ব্যাক্তিগত প্রয়োজনে কিছু টাকা ধার দিয়েছিলাম কর্জে হাসানা এর মত করে। তার সুবিধামত আমাকে ফিরত দিবার কথা ছিল। সে মাসে ফিক্সড একটা বেতন পায় আমাদের প্রতিষ্ঠান থেকে। কিন্তু তার নিজের যা সম্পত্তি আছে, তার সর্বমোট মূল্য এর চেয়ে ঋণ এর পরিমাণ বেশি। তাকে কি আমি যাকাত দিতে পারবো। যদি পারি, তাহলে অই টাকা থেকে সে আমার ঋণ পরিশোধ করে দিলে কি আমার যাকাত আদায় হবে? উল্লেখ্য, সে এখনো আমাকে ঋণ এর কোনও কিস্তি দেওা শুরু করেনাই। ৩. আমার যাকাত এর তারিখ পরিবর্তন করতে পারবো কি? কিভাবে? ৪. আমার কাছে কিছু সুদ এর টাকা আছে, এটা সয়াবের না নিয়তে কাউকে দিয়ে দিব। কোন কোন খাতে দিতে পারবো? ৫. আমার আব্বার একটা জমি আব্বা কে টাকা দিয়ে, ভাইবোন ও আম্মার অনুমতি নিয়ে আমি কিনেছি। আব্বার টাকার দরকার ছিল তখন। জমিটি আমার নামে এখনো আসেনি। আমি সেখানে ঘরবারি করার নিয়তে কিনেছি। এর উপর যাকাত কিভাবে দিব? ৬. অতিসম্প্রতি আরেকটি জায়গায় ডেভেলপার কোম্পানীর সাথে বিভিন্ন শরীকদের সাথে জমি ক্রয় ও বিল্ডিং বানানোর জন্য কিছু বুকিং মানি দিয়েছি, এখনো জমি রেজিস্ট্রেশন হয়নি, এই খাতের জন্য এখন যাকাত কিভাবে দিব? ও পরবর্তীতে (জমি রেজিস্ট্রেশনের পর ও পরবর্তীতে ফ্ল্যাট বুঝে পাওয়ার পর) কিভাবে যাকাত দিতে হবে? ৭. আমি যাকাত ফরয হওয়ার অনেক বছর পর থেকে যাকাত দেওয়া শুরু করেছি। আগের বছর গুলোর যাকাতের পুংখানুপুংখু হিসাব কি বের করা লাগবে (এটি বের করা আমার জন্য যথেষ্ট কঠিন হবে)? নাকি পরবর্তীতে সকল দান সাদাকাহ, আগের যাকাত আদায়ের নিয়তে করলে আদায় হবে? ৮. যাকাতের তারিখ থেকে কতদিনের মধ্যে যাকাত আদায় করতে হবে? কোনও সময়সীমা আছে কি? জাযাকাল্লাহ খাইরান। মোহাম্মদ ফয়সাল ২৬.০৪.২০২২