আসসালামু ওয়ালাইকুম শায়েখ! ১) ইসলাম কি ঋতুস্রাব এর বয়স হয় নি এমন মেয়েকে বিয়ে করার হুকুম দেয় কিনা? যদি ঋতুহীনা কিশোরী দেরকেও ইদ্দত পালন করার নির্দেশ দেয়। আমি এক হিন্দু বন্ধুকে এ ব্যাপারে বোঝাতে অক্ষম ছিলাম। ইসলামে নুন্যতম কোন বয়সের মেয়েদের বিয়ে করার অনুমতি দিয়েছে একটু ক্লিয়ার করবেন! ২। বিয়ের ক্ষেত্রে কনের অনুমতি নেওয়া আবশ্যক যেমনটা ফাতেমা (রাঃ) কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। কিন্তু অনেক সময় জোরপূর্বক গার্জিয়ান বিয়ে দিয়ে দিলো সেক্ষেত্রে বিয়ে জায়েজ হয়ে যায়। কারণ বিয়ে শরীয়া মোতাবেক হয়েছে। এক্ষেত্রে মাসায়ালা থাকলে ক্লিয়ার করবেন।