আমাদের বিয়ে হয়েছে 13 বছর । দুজনেই পেশায় চিকিৎসক। তিনটি ছেলে মেয়ে রয়েছে। বিয়ের শুরু থেকেই দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকে। তার মধ্যে ধর্মীয় জ্ঞান জ্ঞান নেই বললেই চলে। সে বলে সে নাকি আমাকে বিয়ে করেছে টাকা কামাই করার জন্য। তারা আরও অনেক সমস্যা আছে। সে আমার সাথে এতই খারাপ ব্যবহার করে যে স্বামী হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা বোধ কখনোই আমার অন্তর থেকে আসে না। বাচ্চাদের কথা চিন্তা করে তার সাথে থাকি। সামান্য বিষয় নিয়ে মতবিরোধ হলেই সে বলে তুমি চলে যাও আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। সাত-আট বছর আগে ঝগড়া করার সময় সে বলে একেবারে তালাক, তালাক তালাক তালাক। তখন আমি এ বিষয়ে কোন আলেমের সিদ্ধান্ত নিতে যেতে চাইলে সে বলে আমিতো তালাক দিলাম বলিনি। এরপর আমি একজন আলেমের শরণাপন্ন হলে সেই আলেম ফয়সালা দেন যে যেহেতু তালাক দিলাম কথাটা বলা হয়নি কাজেই তার মতে তালাক হয়নি। উনি বলে দেন যে এরকম কথা যেন আর না বলা হয়। কিন্তু এর পরও রাগ হলেই সে বলতে থাকে চলে যাও, বিচ্ছেদ হয়ে যাও, তালাকের কাগজ দিয়ে চলে যাও,তোমাকে ছেড়ে দিবো। সে আরো বলে তুমি স্বাধীন, তোমাকে আমি জোর করে ধরে রাখিনি,কাবিনের কাগজে তো তোমাকে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দেওয়াই আছে,তুমি চলে যাও না কেন? তার এসব কথার বিপরীতে আমি কোনসময় চুপ থাকি, কোনসময় ঝগড়া করি গত 15 দিন আগে খাবারের বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সে আবার বলে তুমি থাকো কেন আমার সাথে চলে যাও। তখন আমি তাকে বলি চলে যেতে বল কেন? বউ রাখলে ভালো ভাবে রাখ, না রাখলে ব্যবস্থা গ্রহণ করো। সে তখন বলতে শুরু করে তুমি স্বাধীন, তোমাকে তো স্বাধীনতা দিয়ে দিয়েছি, কাগজে তোমাকে স্বাধীনতা দেয়াই আছে, তুমি চলে যাও। তখন আমিও ক্ষিপ্ত হয়ে বলি আমি তো একা তোমাকে বিয়ে করিনি। আমার বাবাকে ফোন করে বলি তুমি আসো, এসে ফয়সালা করে দিয়ে যাও। ফয়সালা বলতে আমি চূড়ান্ত সিদ্ধান্ত কেই বুঝিয়েছি। সে আরও বলে আমার কথা পরিষকার;থাকলে থাকবা না থাকলে চলে যাবা। কিন্তু আমার আব্বা আসেনি। আমি তার বাসা থেকে বের হয়ে বাবার বাড়িতে চলে আসি। এখন আমার প্রশ্ন হল এক্ষেত্রে তালাক কার্যকর হয়ে গেছে কিনা?আমি প্রচণ্ড মানসিক অশান্তিতে থাকি যে আসলে তার সাথে থাকা জায়েজ হচ্ছে কিনা কারণ সে এসব কথা ২-১ মাস পরপর বলতেই থাকে। আর আমিও সবসময় চুপ থাকতে পারিনা।