As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5611

গুনাহ

প্রকাশকাল: 10 Jun 2021

প্রশ্ন

শায়েখ, আমি ২-৩ বছর আগে চরম নাস্তিক ছিলাম। ইসলামকে আমার কাছে কেবল ভাওতাবাজি মনে হত। প্রায়শই আল্লাহ ও তার রাসূল (সা) কে নিয়ে গালিগালাজ করতাম। বিষয়টি মুখে আনতে খারাপ লাগছে যে, একসময় কোরআন মাজিদকে লাথি মেরেছি; অহংকারে তার উপর দাড়িয়েছি। পরবর্তীতে ইসলাম নিয়ে গবেষণা করে আমি নিজেকে চরম অন্ধকারে পেয়েছি। আমার পূর্বের ধারণাগুলি ভূল ছিল। আমি ইসলাম গ্রহণ করেছি। কিন্তু আমার পূর্বের কৃতকর্মের কথা ভেবে কোনোভাবেই স্বস্তি পাচ্ছি না। আমার পূর্বের কৃত অপরাধসমূহ কি ক্ষমা হবে? আল্লাহ তা’য়ালা নাকি এজাতীয় অপরাধ ক্ষমা করেন না?

উত্তর

আল্লাহ আপনার উপর দয়া করেছেন, আপনাকে হেদায়াত দান করেছেন, মুসলিম বানিয়েছেন। ইসলাম গ্রহনের মাধ্যমে আপনার পূর্বের সকল গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দিয়েছেন। সুতরাং পিছনের ঘটনা মনে করে অস্বস্তিতে পড়বেন না। ধর্মের সকল বিধি-বিধান পালনের সাথে সাথে বেশী বেশী দান-সদকা করবেন, বেশী বেশী ইসতিগফার করবেন। ইনশাআল্লাহ আপনি হৃদয়ের প্রশান্তি পাবেন।