As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5609

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Jun 2021

প্রশ্ন

আমার চাচা মসজিদে এতেকাফে বসছেন, আমার চাচা গ্রামের একজন মুরুব্বী। উনার সাথে জরুরি কথা বলার জন্য মসজিদে ঢুকে পড়েন একজন হিন্দু, এখন গ্রামের অধিকাংশ মানুষ উনাকে কথা দিয়ে আহত করতেছে যে, আপনি হিন্দুকে মসজিদে ঢুকতে দিলেন কেনো, এখন আমি জানতে চাই মসজিদে হিন্দু ঢুকা জায়েজ আছে কি না?

উত্তর

বিশেষ কোন প্রয়োজন থাকলে হিন্দু বা নন মুসলিম কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারে। যেমন, ইসলাম ধর্মীয় কোন আলোচনা শোনার জন্য, মুসলিমরা কীভাবে নামায আদায় করে তা দেখার জন্য, পানি পান করার জন্য (যখন মসজিদেন ভিতরে পানি পানের ব্যবস্থা থাকে, বাইরে না থাকে) ইত্যাদি। আপনার চাচার সাথে যেহেতু ব্যক্তিগত কথা বলার জন্য সে এসেছিল তাই আপনার চাচার উচিত ছিল তাকে মসজিদের বাইর রেখে তার সাথে প্রয়োজনীয় কথা বলা। তবে মসজিদে সে প্রবেশ করার কারণে আপনার চাচা বিশেষ কোন অপরাধ করেন নি, তার কোন গুনাহ হবে না ইনশাআল্লাহ। বরং যারা আপনার চাচাকে কটু কথা বলছে তারা অপরাধ করছে। তবে ভবিষ্যতে বিষয়টি নিয়ে আপনার সতর্ক থাকবেন যে,কারো সাথে কোন ব্যক্তিগত বিষয়ের আলোচনা করার জন্য কোন অমুসলিম যেন মসজিদে প্রবেশ না করে। তথ্যসূত্র