As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5606

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 Jun 2021

প্রশ্ন

আমার বিয়ের প্রয়োজন কিন্তু দেনমোহর নির্ধারণ করে অনেক বেশি তাই বিয়ে করতে সমস্যা হচ্ছে। আমি যদি মাফ চেয়ে নেই তাইলে কি কোনো সমস্যা হবে? আমার কি গুনাহ হবে?

উত্তর

এমন মেয়েকে বিয়ে করবেন যে অল্প দেনমোহরে রাজি হবে। দেন মোহর বিয়ের সময়ই দেয়া উচিত। পরে দিলেও আদায় হবে। সুতরাং দেনমোহর নিয়ে খুব বেশী টেনশন করার দরকার নেই। যদি কেউ তার পাওনা মাফ করে দেই তাহলে অবশ্যই মাফ হবে। তবে মাফ চাওয়াটা ঠিক নয়, কারণ চক্ষু লজ্জাতে সে হয়তো মাফ করার কথা বলবে, কিন্তু প্রকৃতপক্ষে মাফ না করার সম্ভাবনা বেশী।