As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5600

সদকাহ

প্রকাশকাল: 30 May 2021

প্রশ্ন

আসসালামু ‘আলাইকুম।

প্রায় ৫ বছর আগের ঘটনা। আমার বাবার নিকট তাদের একটি সমিতির পিকনিকে র‍্যাফেল ড্র-র টিকিট বিক্রয় করা হয়। যা তিনি স্বেচ্ছায় ক্রয় করেন নি বলেই জানি। সেই র‍্যাফেল ড্র-তে তিনি পুরষ্কার হিসেবে একটি টেলিভিশন পান, যা তিনি পরবর্তীতে আমাকে দেন।

আমি জানি র‍্যাফেল ড্র নানা ধরনের হয়ে থাকে তবে অধিকাংশই হয় এমন যে তাতে কয়েকজন ভাল পুরষ্কার পায়, কয়েক জন সাধারন পুরষ্কার পায়, আর অনেকে পায় না। একারনে আমার কাছে তা লটারী সদৃশ মনে হয়েছে।

একারনে আমি নিতে না চাইলেও আমার বাবা আমাকে তা দিয়ে বলেন তুমি যেটা ভাল মনে করবে সেটা করবে। যার ফলে উক্ত টেলিভিশন আমার নিকট প্যাকেট অবস্থায় থাকলেও কি করবো তা না বুঝতে পেরে এতদিন ব্যবহার করি নাই (প্রায় ৫ বছর)। এতদিন পরে থাকায় তা নষ্ট হয়ে গিয়েছে কিনা তাও জানি না। এমত অবস্থায় উক্ত টেলিভিশন আমি কি করতে পারি? একবার ভেবেছিলাম তা বিক্রয় করে, বিক্রয়কৃত টাকা দান করে দেই। কিন্তু টেলিভিশন টি সাধারন মানের হওয়ায় তা বিক্রয় করা কঠিন এবং বিড়ম্বনাপুর্ণ। এখন আমি কি সেটার সম্ভাব্য বাজার মূল্য ধরে সাদাকা করে তা নিজেই মনিটর হিসেবে ব্যবহার করতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, টেলিভিশনটির সম্ভাব্য বাজার মূল্য ধরে সাদাকা করে তা মনিটর হিসেবে ব্যবহার করতে সমস্যা নেই।