আসসালামু আলাইকুম। আমার একটা বিষয় জানা দরকার, তাই জনাবের নিকট একটু বিস্তারিত বলছি। আমরা দুই ভাই। ছোট ভাই বেকার।আমি আল্লাহর রহমতে ছোট একটা চাকরি করি। আমি বিবাহিত। আমার বাবা পেনসনের টাকা দিয়ে দুই ভাইয়ের জন্যে একটু জম কিনেছে। মালিকানা সমান সমান। এই জমি কিনতে যেয়ে বাবা কয়েক লক্ষ টাকা ঋণ আছে। সোধ আমাদের দিতে হবে। আমার স্ত্রী কোন চাকরি করে না কিন্তু তার ব্যবহৃত স্বর্ন আছে নিছাবে পরিমান। আমার প্রশ্ন হচ্ছে এই স্বর্নের যাকাত দিতে হবে কিনা। কোন তথ্য দরকার মনে হলে আপনার সময় অনুসারে কথা বলা যেতে পারে। জাযাকাল্লাহু খাইরান।