As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5594

হালাল হারাম

প্রকাশকাল: 24 May 2021

প্রশ্ন

আমি কলেজে পড়ি। আমার বেশিরভাগ খরচ আমার বড় ভাই বহন করেন। কিন্তু আমি জানি না আমার ভাইয়ের আয় হালাল নাকি হারাম। তিনি Sebpo.com নামে একটি কোম্পানিতে কাজ করেন। সেক্ষেত্রে আমি কি আমার ভাইয়ের আয় থেকে কিছু নিতে পারি? এটা কি আমার জন্য হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যত দিন নিশ্চিতভাবে না জানবেন যে, আপনার ভাইয়ের ইনকাম হরাম, ততদিন তার থেকে টাকা নিতে আপনার কোন সমস্যা নেই।