আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো- চার রাকাত বিশিষ্ট নামাজে কেউ এক রাকাত পেলে ইমাম সাহেব যখন শেষ বৈঠকে থাকবেন তখন মুসুল্লি কি শুধু তাশাহুদ পড়বে নাকি দুরুদ শরীফ সহ সব কিছু পড়বে? কেউ যদি সব কিছু পড়ে ফেলে তাহলে কি গুনাহ হবে। দয়াকরে জানাবেন।